ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে কাঞ্চনপুরে

কাঞ্চনপুর, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনে কাঞ্চনপুর মহকুমায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ সোমবার সকাল থেকে মহকুমা জুড়ে বাজারহাট, দোকান পাট, যানবাহন চলাচল, অফিস- আদালত বন্ধ৷ শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হচ্ছে বলে দাবি করেছেন নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ৷


দুই দশকের অধিক সময় ধরে ব্রু শরণার্থী সমস্যার সমাধানে তাঁদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ত্রিপুরা সরকার৷ প্রায় ৫ সহস্রাধিক ব্রু শরণার্থী পরিবারের পুনর্বাসনের স্থায়ী সমাধানে ত্রিপুরা সরকার ৮ জেলাকে বাছাই করার ঘোষণা করেছিল৷ প্রতিশ্রুতি ছিল, তাঁদেরকে ৮ জেলায় স্থান চিহ্ণিত করে পুনর্বাসন দেওয়া হবে৷ কিন্তু তাদের সকলকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দেওয়া হচ্ছে বলে আপত্তি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷

তাই আজ থেকে কাঞ্চনপুর মহকুমায় অনির্দিষ্ট- কালের ধর্মঘট পালন করা হচ্ছে৷ রঞ্জিত নাথের কথায়, সকালে কাঞ্চনপুরের মহকুমা শাসককে তাঁর অফিসে যেতে বাধা দেইনি আমরা৷ তবে, তাঁর কাছে আমাদের দাবিগুলি পুনরায় তুলে দিয়েছি৷ তিনি বলেন, ব্রু শরণার্থী- দের ত্রিপুরায় আশ্রয় দেওয়ার পর থেকে মিজো এবং বাঙালি ৬০০ পরিবার ১২টি গ্রাম থেকে উচ্ছেদ হয়েছে৷ তাঁদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি পুনরায় জানানো হয়েছে৷ তাছাড়া, কাঞ্চনপুর মহকুমায় সবর্োচ্চ ৫০০ ব্রু পরিবারকে পুনর্বাসনে আপত্তি নেই বলে জানিয়েছি৷ তিনি বলেন, পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতর দরপত্র আহ্বান করেছে৷ ওই দরপত্র অবিলম্বে বাতিল করা হলে রেশন দোকান এবং সুকল ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে৷


তাঁর সাফ কথা, ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দিতে চাইছে তাতে আমাদের কোনও আপত্তি নেই৷ কিন্তু, তাদের পুনর্বাসনে শুধুমাত্র কাঞ্চনপুর মহকুমাকে বাছাই করা মেনে নেওয়া যাবে না৷ তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সারা ত্রিপুরায় ছড়িয়ে ছিটিয়ে তাদের পুনর্বাসন দেওয়া হোক৷ কাঞ্চনপুরবাসীর স্বার্থে এই দাবি মানতেই হবে৷ নয়তো, অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হবে না, হুঁশিয়ারি দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *