রানীরবাজারে রেলের ধাক্কায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রবিবার সাতসকালে রানির বাজার ব্রীজ সংলগ্ণ এলাকায় রেলের ধাক্কায় ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার৷ মৃত মহিলার পরিচয় জানা যায়নি৷ অজ্ঞাত পরিচয় ওই মহিলা কানে কম শুনেন বলে জানা গেছে৷


রেলের ধাক্কায় ছিটকে পড়ে মহিলার মৃত্যুর সংবাদ স্থানীয় জনগণ রানির বাজার থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে রানির বাজার থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ রেলের চাকায় ছিটকে পড়ে মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে ছায়া নেমে এসেছে৷ স্থানীয় জনগণের আশঙ্কা মহিলা হয়তো রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন৷ হঠাৎ রেল এসে পড়ায় তিনি সরে যেতে পারেননি৷ তাতে বিপত্তি ঘটেছে৷