কলকাতা, ১৫ নভেম্বর : চলে গেলেন ফেলুদা। ৪০ দিনের লড়াই আজ সমাপ্ত হয়েছে। রবিবাসরীয় দিনের শুরুতেই দুঃসংবাদ এসেছে। বাংলা চলচ্চিত্র জগতের মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা থেকে মুক্তি ঘটলেও অন্যান্য শারীরিক জটিলতা তাঁকে সুস্থ হতে দেয়নি। ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকে। আজ সাড়ে বারটা নাগাদ কলকাতায় বেলভিউ নার্সিং হোম-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা-র সংস্কৃতিপ্রেমী-রা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
2020-11-15