BRAKING NEWS

১০৩২৩ এডহক শিক্ষকদের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এডহক শিক্ষক-কর্মচারীদের কনভেনশন শুক্রবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে রাজ্যের আটটি জেলা থেকে চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন৷ কনভেনশনে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়৷কনভেনশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান রাজ্য সরকার চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে৷

সংগঠন আশাবাদী শীঘ্রই তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সংগঠন৷ তবে ডিসেম্বর মাসের মধ্যেই যদি চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে তাহারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ তারা অভিযোগ করেন গত ৭ মাস ধরে তারা চাকরিচ্যুত হওয়ায় কোনো বেতন পাচ্ছেন না৷ এর ফলে চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারে অভাব-অনটন চরম আকার ধারণ করেছে৷ অনেক অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার সুযোগ পাচ্ছে না৷চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *