আগরতলা, ১২ নভেম্বর (হি.স.)৷৷ বিহার নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করে ত্রিপুরায় ফিরে আসার পর ১২ জন টিএসআর জওয়ানের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ এমনিতে তাঁরা সুস্থ৷
ত্রিপুরা পুলিশের মুখ্য কার্যালয়ের জনৈক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পেয়ে সাত শতাধিক জন টিএসআর জওয়ান গিয়েছিলেন৷ তাঁরা গত মঙ্গলবার ত্রিপুরায় ফিরে এসেছেন৷ তাঁদের নিজ নিজ ব্যাটালিয়নের একান্তবাস স্থানে রাখা হয়েছে৷
ওই আধিকারিকের দাবি, বিহার থেকে ফিরে আসার পর করোনা-র সংক্রমণ ছড়ানো আটকানোর প্রশ্ণে সকল জওয়ানের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাঁদের মধ্যে ১২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ তিনি বলেন, অন্য জওয়ানদের প্রতিনিয়ত নজরদারিতে রাখা হবে৷ করোনা-র স্বাস্থ্যবিধি সকলে পালন করছেন, তা সুনিশ্চিত করা হয়েছে৷
তাঁর বক্তব্য, করোনা আক্রান্ত জওয়ানদের মাধ্যমে অন্য জওয়ানদের নিরাপদে রাখার সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ সেক্ষেত্রে, কোনও গাফিলতি যাতে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে৷