নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : সীমান্তে পাক আগ্রাসনের তীব্র নিন্দা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাকিস্তানে সমালোচনার পাশাপাশি তিনি লেখেন, সেনার প্রত্যেক জওয়ানকে আমার সেলাম।
শুক্রবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবিশ্রান্ত ভাবে গুলি ও বোমা বর্ষণ করছিল পাক সেনা। যাতে তিন সেনা-জওয়ান শহীদ হন । এছাড়া পাক হামলায় ৪ সাধারণ নাগরিক নিহত হন । আহত হন আরও চারজন । পালটা জবাব দেয় ভারতও। এতে নিহত হয়েছে কমপক্ষে আটজন পাকিস্তানের সেনা। যার তীব্র সমালোচনা করেন করেছেন রাহুল গান্ধী । টুইটারে তিনি লেখেন, পাকিস্তান যখনই যু্দ্ধবিরতি লঙঘন করে, তার আতঙ্কিত, ভীত চেহারা, দুর্বলতাই প্রকট হয়। উত্সবের সময়ও নিজেদের পরিবারের থেকে অনেক দূরে ভারতীয় জওয়ানরা দেশের সুরক্ষায় নিয়োজিত থাকেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করে দেন। সেনার প্রত্যেক জওয়ানকে আমার সেলাম।

