সাব্রুমে দায়ের কোপে আশঙ্কাজনক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ নভেম্বর৷৷ দায়ের কোপে আহত একজন৷ ঘটনা সাব্রুমের মনু বাজার থানার নবগ্রাম পঞ্চায়েত এলাকায়৷ নিজেদের মধ্যে কলহের জেরে এক ব্যক্তির দায়ের কোপে গুরুতর আহত হয়৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে৷


জানা গেছে নবগ্রাম এলাকার যুবক উৎপল সরকার, বয়স ৩০ নামে যুবকের গলায় দিয়ে কোপ বসায় একই এলাকার পরেশ সরকার নামে এক ব্যক্তি৷ এই ঘটনার খবর পেয়ে রাতে মনু বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ছুটে গিয়ে গুরুতর আহত যুবককে উদ্ধার করে মনু বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ তার আঘাত গুরুতর হওয়াতে তাকে জীবিতে রেফার করা হয় তার অবস্থা সঙ্কটজনক বলে খবর৷