পাটনা, ১২ নভেম্বর (হি. স.): বিহারবাসী জনাদেশ এন ডি এ পক্ষে দিয়েছে। আর তাই এন ডি এ জোট রাজ্যে সরকার গঠন করবে। ফল প্রকাশের পর প্রথমবারের জন্য সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বৃহস্পতিবার তিনি আরও জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান কবে আয়োজন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। দীপাবলি বা ছট পুজোর পরে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। নির্বাচনের ফলাফল বিন্যাস করা হবে। বিহার এন ডি এ-র মধ্যে থাকা চারটি দল শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীকে হবে এর প্রশ্নের উত্তরে নীতীশ কুমার জানিয়েছেন, ‘ আমি এখনও কোন দাবী করিনি। জোট হিসেবে এন ডি এ সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ করা যেতে পারে, বিহার নির্বাচনে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে জেডিইউ। মাত্র ৪৩ আসনে জয়যুক্ত হয়েছে তারা। এন ডি এ জোটে মধ্যে সবথেকে বেশি আসন পেয়েছে বিজেপি।