পাটনা, ১২ নভেম্বর (হি. স.): বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে হেরে গণনায় কারচুপির অভিযোগ তুললেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি পোস্টাল ব্যালট পুনরায় গণনা করার আর্জি জানিয়েছেন। বিশেষ করে সেই সব কেন্দ্রে পোস্টাল ব্যালটে গণনার আর্জি জানিয়েছেন যেখানে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে। লালু পুত্র অভিযোগ বিহার বিধানসভা নির্বাচনে ১৫ টি এমন আসন রয়েছে যেখানে অত্যন্ত অল্প ভোটের ফারাকে জিতে বেরিয়ে গিয়েছে বিজেপি। সেখানে ভোটের ফারাক মাত্র ০.১ শতাংশ। এন ডি এ যেখানে ভোট পেয়েছে সব মিলিয়ে ৩৭.৩ শতাংশ সেখানে মহাজোট পেয়েছে ৩৭.২ শতাংশ বলে দাবি করেছেন তিনি। বিহার রাজনীতির উদীয়মান নক্ষত্র তেজস্বীর দাবি, যদি শতাংশকে সংখ্যায় পরিণত করা হয় তবে দেখা যাবে ১২, ২৭০ ভোট। ১৫ টি আসনে কি করে জিতে বেরিয়ে যায় বিজেপি। বহু পোস্টাল ব্যালটের গণনা বাতিল করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই পোস্টাল ব্যালট গুনতে হবে। এর ভিডিওগ্রাফিও করা প্রয়োজন। ক্ষমতা ব্যবহার করে পেছনের দরজা দিয়ে সরকার গড়েছে নীতীশ কুমার।