উপ-নির্বাচন : মণিপুরে ঝড় বিজেপির, চারটি উড়ছে পদ্ম, একটিতে নির্দল প্রার্থী বিজয়ী, খাতাই খুলতে পারেনি কংগ্রেস

ইমফল, ১০ নভেম্বর (হি.স.) : মণিপুরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ঝড় তুলেছে বিজেপি। পাঁচটি আসনের মধ্যে চারটিতে পদ্মফুল ফুটেছে। একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। তবে কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবি হয়েছে। উপ-নির্বাচনে খাতাই খুলতে পারেনি শতবর্ষ প্রাচীন এই রাজনৈতিক দল।

ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন সিংহাট বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গিনসুয়ানহুয়া জউ। নির্দল প্রার্থী নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। উপ-নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে চারজন কংগ্রেস, তিনজন বিজেপি এবং তিনজন নির্দল প্রার্থী রয়েছেন।

উপ-নির্বাচনে লিলুঙ বিধানসভা আসনে নির্দল প্রার্থী ওয়াই আন্তাস খান ১৪,৫৪১টি ভোট পেয়ে আরেক নির্দল প্রার্থী আব্দুল নাসিরকে পরাজিত করেছেন। তিনি বিজেপি সমর্থিত ছিলেন।

অঙ্গই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ওইনাম লুখোই মাত্র ২৫৭ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি প্রার্থী খুরাইজাম লুকেনকে পরাজিত করেছেন। লুখোই ১০,৯৬০টি ভোট পেয়েছেন এবং লুকেন পেয়েছেন ১০,৭০৭টি ভোট। এতে দেখা যাচ্ছে, ওই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

এদিকে, সাইতু বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নগামথাং হাওকিপ ১২ হাজারের বেশি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী লামটিংথাং হাওকিপকে পরাজিত করেছেন। নগামথাং ২৪,৩৯৪টি ভোট এবং লামটিংথাং ১২,২৫০টি ভোট পেয়েছেন। তেমনি, ওয়াংজিং টেন্থা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী পাওনাম ব্রজেন সিংহ তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের মোইরাংথেম হেমন্ত সিংহকে পরাজিত করেছেন। তিনি ১৩,৮০৮টি ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর মণিপুরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন ৯২.৫৪ শতাংশ ভোট পড়েছিল। সবচেয়ে বেশি ভোট পড়েছিল অঙ্গই বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে সর্বোচ্চ ৯৩.২৬ শতাংশ ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ আজকের এই ফলাফলের জন্য মণিপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি নিজের ফেসবুক ওয়েলে লিখেছেন, আজ মণিপুরের জন্য বিশাল দিন।