মাদক মামলা : অর্জুন রামপালের বাড়িতে এনসিবি-র অভিযান

মুম্বই, ৯ নভেম্বর (হি.স.): মাদক মামলায় এবার অভিনেতা অর্জুন রামপালের বাসভবনে তল্লাশি চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মাদক মামলায় সোমবার অর্জুন রামপালের বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়েছেন এনসিবি অফিসাররা। সম্প্রতি অর্জুন রামপালের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওসকে লোনাভালা থেকে গ্রেফতার করেছিল এনসিবি। অ্যাগিসিলাওসের কাছ থেকে মিলেছিল মাদক, চরস, অ্যালপারাজোলাম (এক ধরনের নিষিদ্ধ ট্যাবলেট) ছিল। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় যে মাদকচক্রের হদিশ মিলেছে, তার সঙ্গেও অ্যাগিসিলাওসের যোগ ছিল বলে জানা গিয়েছে। তবে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছিল একটি বিশেষ আদালত। তারপর অপর একটি মাদক মামলায় তাঁকে আবারও গ্রেফতার করে এনসিবি।


রবিবারই মাদক মামলায় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। স্ত্রী’র গ্রেফতারির পর সোমবার সকালে মুম্বইয়ে এনসিবির দফতরে হাজিরা দেন ফিরোজ। এবার মাদক মামলায় অভিনেতা অর্জুন রামপালের বাসভবনে তল্লাশি চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অর্জুনের বাড়ি থেকে সন্দেহজনক কী কী পাওয়া গিয়েছে, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *