নিজস্ব প্রতিনিধি,বিলোনীয়া, ৭ নভেম্বর৷৷ বিদ্যুতের লাইন সারাই এর কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়া মহকুমার রতনপুর এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন মরন চন্দ্র দাস নামে ৫৮ বছর বয়সের এই ব্যক্তি৷ বিলোনিয়া বিদ্যুৎ দপ্তর এর অধীন রতনপুর বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি৷
শনিবার দুপুরে এই রতনপুর এলাকায় বিদ্যুৎ সারাইয়ের কাজ করছিলেন মরণ চন্দ্র দাস৷ উনাকে মই ধরে সহযোগিতা করেছিলেন এলাকারওই দুই যুবক৷কিন্তু কাজ করতে করতে তাদের সামনে হঠাৎ করে মরণ চন্দ্র দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে তাকে ওই দুই যুবক সহ এলাকাবাসীরা ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷কর্তব্যরত চিকিৎসক উনাকে পরীক্ষা- নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷
এলাকাবাসীর অভিযোগ রতনপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে একমাত্র লাইনম্যান দিয়েই চলছিলো কাজ৷ লাইনম্যান হিসেবে মরণ চন্দ্র দাস ছাড়া আর কেউই ছিলেন না৷ তাই প্রতিনিয়ত উনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো৷ জানা যায় উনার বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায়৷আজ উনার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কলেজ স্কয়ার এলাকা সহ বিদ্যুৎ মহলে৷