রাঁচি, ৬ নভেম্বর (হি.স.): আপাতত স্বস্তি পাচ্ছেন না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ৩.১৩ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা কোষাগার মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। কিন্তু, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত লালুর জামিন আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। লালুর আইনজীবী জানিয়েছেন, ‘দুমকা কোষাগার মামলায় অর্ধেক সাজা খেটেছেন লালুপ্রসাদ যাদব। তাই জামিনের আবেদন জানিয়েছিলাম আমরা, কিন্তু সিবিআই ইচ্ছাকৃতভাবে পাল্টা হলফনামা জমা দেয়নি। তাই ২৩ নভেম্বরের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। জামিনের আবেদনের শুনানি হবে ২৭ নভেম্বর।’
দুমকা কোষাগার মামলায় দোষীসাব্যস্ত লালুপ্রসাদ যাদবের ৫ বছরের কারাবাসের সাজা হয়েছে। কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির পাঁচটি মামলার মধ্যে চারটিতে দোষীসাব্যস্ত লালু। তিনটি মামলায় ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। অক্টোবর মাসেই চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছেন লালু।