নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের ৫ নম্বর রামনগর এলাকায় এক বৃদ্ধা মহিলার পেনশনের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷
তাদের কাছ থেকে এ বিষয়ে তথ্য জানা যাবে বলে পুলিশের ধারণা৷উল্লেখ্য গত পরশু রামনগর এলাকার এক বৃদ্ধা ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে বাড়িতে যান৷ বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে চেষ্টা করলে দুই যুবক তার পেছন দিকে গিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়৷ মহিলা চিৎকার করলো ওই সময় তাদেরকে আটক করা সম্ভব হয়নি৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ঘটনার পর থেকেই অভিযুক্তদের আটক করার জন্য পুলিশি তৎপরতা শুরু করে৷