প্রশাসনের অভিযান অব্যাহত, বেশী মূল্যে বিক্রির দায়ে পেঁয়াজ বিক্রেতাকে জরিমানা

আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) ৷৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান জারি রেখেছে ত্রিপুরা প্রশাসন৷ উচ্চমূল্যে বিক্রির জন্য আজ আগরতলার বটতলা বাজারে এক পেঁয়াজ বিক্রেতাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে৷


মঙ্গলবার এ-বিষয়ে সদর ডিসিএম জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাজারগুলিতে অভিযান জারি রয়েছে৷ সাথে মাস্ক ব্যবহার নিয়েও নজরদারি চালানো হচ্ছে৷ তিনি বলেন, আজ বটতলা বাজারে পেঁয়াজের দামে পার্থক্য নজরে এসেছে৷ পেঁয়াজ ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ কিন্তু সবর্োচ্চ ৭০ টাকা কেজি দরের বেশি দামে বিক্রি বেআইনি৷ তাই, একজন পেঁয়াজ বিক্রেতাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে৷ তাঁর দাবি, উচ্চ দরে পেঁয়াজ বিক্রির জন্যই ওই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে৷

সাথে তাকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে৷ সঠিক জবাব পাওয়া না গেলে তার দোকান সিল করে দেওয়া হবে৷ তাঁর কথায়, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আজ পেঁয়াজ বিক্রেতাকেও ক্রেতার অভিযোগের কারণেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে৷ তিনি বলেন, ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে৷ ক্রেতাদের তাই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷