ভট্টপুকুরে এক ব্যক্তির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভট্ট পুকুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম অর্জুন কুমার সিং৷জানা গেছে বাড়িঘরের বিদ্যুতের লাইন সারাই করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ব্যক্তি৷পরিবারের লোকজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ভট্টপুকুরের কালিতলা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্জুন কুমার সিং নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷


এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি তার নিজ বাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকাবাসী শোকগ্রস্ত পড়েন৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠেছে বিদ্যুৎ পরিবাহী তারের অবস্থা অত্যন্ত করুন৷ যেকোন সময় ছিড়ে পড়তে পারে৷ তাছাড়া ট্রান্সফরমারগুলির অবস্থাও বিপজ্জনক৷ রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে৷ হেলদোল নেই নিগমের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *