আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.)৷৷কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে সর্বসুবিধাযুক্ত জয়ন্তী ব্লক চালু করল ত্রিপুরা সরকার৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধানসচিব আজ শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল ও জিবিপি হাসপাতাল পরিদর্শন করেছেন৷ সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতাল সুপার ডা. দেবাশিস রায় সহ স্বাস্থ্য দফতরের অন্য অধিকারিকগণ৷
জিবি হাসপাতাল সুপার ডা. দেবাশিস রায় জানিয়েছেন, বর্তমানে ত্রিতল বিশিষ্ট জয়ন্তী ব্লকে মোট শয্যাসংখ্যা রয়েছে ২২১টি৷ এর মধ্যে আইসিইউ-তে শয্যা সংখ্যা ৩৯, আইসিইউ তথা পোস্ট অপারেটিভ ওয়ার্ড তথা এনআইসিইউ / পিআইসিইউ-তে শয্যা সংখ্যা ২৪৷ এছাড়া, অ্যান্টিনেটাল ও পোস্টনেটাল শয্যা রয়েছে ৮টি৷ এদিকে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে সেন্ট্রাল লাইন অক্সিজেন সুবিধাযুক্ত শয্যা রয়েছে ৬৩টি৷ বাদবাকি ১৫৮ শয্যায়ও অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের সুবিধা রয়েছে৷
তিনি বলেন, জয়ন্তী ব্লকে ১৩টি ভেন্টিলেটর রয়েছে৷ পাশাপাশি অক্সিজেন প্রদানে উন্নততর হাইফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা রয়েছে ৩টি৷ ১১টি শয্যার সঙ্গে মাল্টি প্যারা মনিটরের ব্যবস্থা করা হয়েছে৷ এই সংখ্যা আরও বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার৷ এছাড়া, প্রত্যেক রোগীর জন্য পালস অক্সিমিটার রয়েছে৷ পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডারও আছে৷ সাথে তিনি যোগ করেন, এক্স-রে, সনোগ্রাফি, ল্যাবরেটরি সুবিধা রয়েছে৷ এখানে চিকিৎসাধীন রোগীদের ঔষধপত্র ও পথ্যের ব্যবস্থা সরকারিভাবেই করা হবে৷ লেবার রুম, মর্গ ইত্যাদিও রয়েছে এই ব্লকে৷
তাঁর দাবি, জয়ন্তী ব্লকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাইরে থেকে এসে তিনটি শিফটে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন৷ ফলে তাঁদের সংক্রমণের ঝুঁকিও কমে যাবে৷ ত্রিপুরা সরকার কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে বদ্ধপরিকর৷ তারই অঙ্গ হিসেবে জয়ন্তী ব্লক দ্রুত চালু করা হয়েছে৷ ফলে রাজ্যের কোভিড-১৯ আক্রান্ত রোগীরা উন্নতমানের চিকিৎসার সুফল পাবেন৷
এ-বিষয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর করোনা চিকিৎসায় জয়ন্তী ওয়ার্ড চালু করা হয়েছে৷ আগামী সোমবার থেকে করোনায় আক্রান্ত রোগীদের ওই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, এনটিএইচ এক এবং দুই নম্বর ভবনটি অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে৷ আগামী ১৫ নভেম্বর থেকে ওই ভবনে চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে৷ তাতে করোনা ছাড়াও অন্য রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন৷