নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর৷৷ যুবকের কাছ থেকে পিস্তল উদ্ধারের এলাকা জুরে চাঞ্চল্য৷ ঘটনার বিবরনে জানা যায়, গোমতী জেলার অম্পিনগর এলাকার ফাগুন হরি জমাতিয়া তার শশুর বাড়ি তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই এলাকায় আসে অষ্টমি পুজাতে৷ সেখানে স্থানীয় কিছু যুবকের সাথে মদের আসরে বসে বাক বিতন্ডায় জরিয়ে পরে৷ এক সময় হাতাহাতি শুরু হলে হঠাৎ করে ফাগুন হরি পিস্তল বের করে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ৷
কোন কিছু করার আগেই এলাকা বাসী তাকে উত্তম মধ্যম দিয়ে পিস্তল ছিনিয়ে নেয়৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ফাগুন হরি কে উদ্ধার করে নিয়ে আসে৷ এলাকাবাসীর মারে ফাগুন হরির একটি পায়ে গুরুতর আঘাত লাগায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পহরায় জি বি হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক বলে জানাযায়৷পুলিশ এ বিষয়ে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে৷ উদ্ধার করা পিস্তল টি ৭.৬৫ মডেলের বলে পুলিশ সুত্রে জানাযায়৷