মেঘালয়ের বাঙালিরা বাংলাদেশি! ‘সন্ত্রাসবাদী কেএসইউ-কে নিষিদ্ধ করা দরকার’, টুইট প্রাক্তন রাজ্যপাল তথাগতের

গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : দেশদ্রোহীতা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের দায়ে মেঘালয়ের খাসি স্টুডেন্টস্ ইউনিয়ন (কেএসইউ)-কে জঙ্গি সংগঠন ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ (এইচএনএলসি)-এর মতো নিষিদ্ধ করা দরকার বলে মনে করেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গতকাল শিলং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘালয়ের সব বাঙালি বাংলাদশি বলে উস্কানিমূলক ব্যানার ফেস্টুন সাঁটার বিরুদ্ধে গর্জে উঠেছেন ওই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। 

জনৈক ডা. সন্দীপ দাসের এক টুইটকে ট্যাগ করে প্রাক্তন রাজ্যপাল তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল হিসেবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি বলছি, এইচএনএলসি-র মতো কেএসইউ-কেও নিষিদ্ধ করা প্রয়োজন। কেননা, এরা ভারতীয় নাগরিক, যাঁরা ব্রিটিশ আমল থেকে বসবাস করছেন যেমন আমার পরিবারের সদস্যও এপাড় এবং ওপাড়ে রয়েছেন, তাঁদের দেশদ্রোহী সন্ত্রাসবাদীরা বাংলাদেশি বলে হুমকি দিচ্ছে।’ ডা. সন্দীপ দাস তাঁর টুইট হ্যান্ডলে সবাইকে অনুরোধ করেছিলেন, মেঘালয়ে বাঙালি হিন্দুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে। এই আবেদন জানিয়ে এ ব্যাপারে সকলের সহায়তা আবদার করেছিলেন ডা. সন্দীপ।

প্রসঙ্গত গতকাল শিলং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিদের বিরুদ্ধে উস্কানিমূলক ব্যানার ফেস্টুন সেঁটে মেঘালয়ের সব বাঙালি বাংলাদেশি বলে তাদের বিতাড়ন করতে হুলিয়া জারি করেছে। কেবল মেঘালয়ই নয়, সঙ্গে অসম, ত্রিপুরা এবং মিজোরামের সব বাঙালিও বাংলাদেশি বলে লিফলেট বিলি করার পাশাপাশি ব্যানার, ফেস্টুন সেঁটেছে। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে তোলা হয়। তিনি হস্তক্ষেপ করায় মেঘালয় পুলিশ অবশ্য ওই সব ব্যানার ফেস্টুন খুলে দিয়েছে। স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিস্তৃত তথ্যও নাকি কেন্দ্র মেঘালয় সরকারের কাছে চেয়েছে বলে দিল্লি সূত্রে জানা গেছে।