নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ মোহনপুরের সাত ডুবিয়া গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর পরময়না তদন্ত না করেই মৃতদেহের সৎকার করানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ মৃত মহিলার নাম পারুল সূত্রধর৷ পুত্রের নাম রাজ কুমার সূত্রধর৷
সংবাদ সূত্রে জানা যায় পারুল সূত্রধর নামে ওই মহিলা বিষপানে আত্মহত্যা করেন৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ময়না তদন্ত না করে বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ আশ্চর্যজনক বিষয় হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কেন ময়না তদন্ত না করে মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হল৷ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে এলাকার জনগণের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ ময়না তদন্ত না করে মৃতদেহ সৎকার করার পর স্থানীয় জনগণ এ বিষয়ে সরব হয়েছেন৷ এর পেছনে কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷