BRAKING NEWS

মমতা সরকার বিভেদের রাজনীতি করছে, অভিযোগ জেপি নাড্ডার

কলকাতা, ১৯ অক্টোবর (হি. স.) : মমতা সরকার বিভেদের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শিলিগুড়িতে ‘সামাজিক সমূহ বৈঠক’-এ তিনি সোমবার বিভিন্ন জনজাতির প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন।


জেপি নাড্ডা বলেন, আপনাদের কথা হয়ত বুঝিনি। কিন্তু মনের ভাষা বুঝে নিয়েছি।  মনের মিল হয়ে গেলে কথা বুঝতে অসুবিধে হয় না। আদিবাসী, দলিত, রাজবংশী, গোর্খা,মতুয়া, যাদব— বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধিদের সমাবেশে তাঁদের ‘ভাই’ বলে সম্বোধন করে এই মন্তব্য করেন তিনি।


নাড্ডাজী বলেন, আজ আপনারা অনেকে অনেক কিছু বললেন। অনেকে স্থানীয় ভাষায় বলেছেন। সবটা বুঝলাম না। কিন্তু আপনাদের ইচ্ছেগুলো রূপায়ণের সব রকম চেষ্টা করব। আপনারা লিখিত যে প্রস্তাব দিয়েছেন, সেগুলো দলের কাজে লাগবে। সমাজেরও কাজে লাগবে।


নাড্ডাজী বলেন, আসল কথা হল, নেতৃত্বের মনোভাবটা কীরকম? এই যে আমি শুনছি, বলছি, আপনারা কী ভাবছেন এসব নিয়ে? আমার দল করবে কী করবে না, এ নিয়ে আপনারা কী ভাবছেন? আসল বিষয়টা হচ্ছে দলের মূল নীতি কী? মোদীজীর মন্ত্র হল সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস (সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাশ)।


নাড্ডাজী বলেন, এর উল্টো দিকটাও রয়েছে।  বিভেদ সৃষ্টি করো। সমাজকে বিভক্ত করো। আলাদা আলাদা করে রাখো। পৃথক পৃথক দাবি তৈরি করো।  আর ভোট এলে সব এড়িয়ে যাও। পশ্চিমবঙ্গে মমতা সরকার এভাবেই চলছে। ‘ভেদ ডালো’ আর ‘রাজ করো’— এদের এই নীতি।


বিজেপি সভাপতির বক্তব্য, তাই কাকে বিশ্বাস করবেন, বা করবেন না, আমি জানি সেটা আপনারা বুঝে গিয়েছেন। সবাইকে একত্তিত করে চলার ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদীজীর আছে। এই কারণে আপনারা বিশ্বাস রাখবেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *