BRAKING NEWS

বিজেপির কাছে গোটা দলটাই পরিবারের মতো : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস, আরজেডি-সহ দেশের একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। শনিবার উত্তরাখণ্ডে দলীয় কার্যালয়ে নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক সূচনা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে করেন জগত প্রকাশ নাড্ডা। পরে দলীয় কার্যকাদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, দলের সার্বিক কর্মকাণ্ড যদি একটি নির্দিষ্ট নেতার বাসভবন থেকে হতে থাকে, তবে সেই পরিবারটি রাজনৈতিক দলে পরিণত হয়ে যায়। কিন্তু বিজেপির কাছে গোটা দলটাই পরিবারের মতো।


নাড্ডা আরও বলেন, বর্তমানে বিজেপিকে বাদ দিলে ভারতের অন্য যে কোনও দলের দিকে তাকালে দেখা যাবে একটি নির্দিষ্ট পরিবারের সীমাবদ্ধতার মধ্যে ঠেকেছে দলের কার্যকালাপ। কংগ্রেস-সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।এই সব দলের নেতা এবং কর্মীরা সেই পরিবারের ভাই, বোন, মা এবং সন্তানদের রাজনৈতিক ভাবমূর্তি বাঁচাতে ব্যস্ত। এমনও দল দেখা গিয়েছে খুড়তুতো ভাইদের মধ্যে রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে দলের অন্দরে। কিন্তু বিজেপি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপির কাছে গোটা দলটাই পরিবার। উল্লেখ করা যেতে পারে চলতি মাসের শেষের দিকে বিহারে প্রথম দফার বিধানসভার নির্বাচন। পূর্ব ভারতের হিন্দিভাষী এই রাজ্যে আরজেডি, এলজেপি মতন দলগুলি নির্দিষ্ট একটি পরিবারের প্রতি আনুগত্য দেখিয়ে চলেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেখানেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে পরিবারতন্ত্র ক্রমাগত শক্ত হয়ে চলেছে। রাজ্য রাজনীতিতে চলতি স্লোগান হয়ে গিয়েছে ‘পিসি-ভাইপো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *