বিনা নোটিশে জমি ভরা ধানের উপর বুলডোজার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ অক্টোবর৷৷ বিলোনিয়া থেকে জোলাইবাড়ি পর্যন্ত ১০৮ নং জাতীয় সড়কের দক্ষিণ সোনাইছড়ি গোবিন্দ বাড়ী এলাকার রাস্তার দুপাশে কৃষকদের ধানী জমি৷ এই এলাকা মিশ্র বসতী৷ সবাই বর্গা চাষী৷ চাষের উপরই জীবন জীবিকা নির্বাহ করে থাকে৷


গত কয়েক দিন ধরে বিনা নোটিশে প্রশাসনের পক্ষ থেকে বিনা নোটিশে জমি ভরা ধানের উপর বুলডোজার দিয়ে জমিতে মাটি ভরাট করা হচ্ছে৷ ঝাড়খন্ডের এসপিসি কোম্পানি নামে এই ঠিকেদারী সংস্থা এই জাতীয় সড়কের কাজের বরাত পায়৷ প্রশাসনের অনুমতি নিয়ে দক্ষিণ সোনাইছড়ি গোবিন্দ বাড়ী এলাকায় জাতীয় সড়কের প্রশস্তের জন্য বুলডোজার দিয়ে জমিতে মাটি ভরাট করতে যাওয়ার পর এলাকার কৃষকেরা বাঁধা দেয়৷ তাদের বক্তব্য জমিতে ধান পাকার সময় হয়েছে৷ এই সময়ের মধ্যে যদি জমিতে মাটি ভরাট করা হয় তারা আর্থিক ক্ষতির মুখে পরবে৷ রাস্তা বড়ো হোক আমরাও চাই৷ কিন্তু ধান পাকার পর , ঘরে ধান তোলা পর্যন্ত সময় দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *