BRAKING NEWS

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুুড়া, ১৩ অক্টোবর৷৷ পানীয় জলের দাবিতে ত্রিপুরার প্রত্যন্ত গিরিবাসীরা মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ দীর্ঘক্ষণ অবরোধের ফলে উভয়দিকের প্রচুর যানবাহন আটকে পড়েছিল৷ পরে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেয়ে জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন গিরিবাসীরা৷


আজ বিকেল চারটা নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ প্রমীলা বাহিনী কলসি, বালতি নিয়ে জাতীয় সড়কে বসে পড়েন৷ জনৈক মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে৷ অথচ প্রশাসনের কারোর সে-দিকে কোনও নজর নেই৷ তিনি বলেন, পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে৷ ইতিমধ্যে একাধিকবার স্থানীয় বিডিও এবং ডিডব্লিউএস দফতরে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷

ওই পাম্প মেশিন খারাপ হওয়ায় মুঙ্গিয়াকামী এবং পার্শবর্তী এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে৷ তাই আজ তাঁরা বাধ্য জাতীয় সড়ক অবরোধে বসেছেন, বলেন ওই মহিলা৷ এদিকে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অবরোধ প্রত্যাহার করার জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছে৷ অবশেষে পাম্প অপারেটর শৈলেশ দেববর্মা অবরোধস্থলে গিয়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন৷ তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন গিরিবাসীরা৷
প্রসঙ্গত, ওই এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলেও ট্যাংকারে করে জল সরবরাহের কোনও ব্যবস্থা নেই৷ এদিন প্রায় এক ঘণ্টা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *