আইজল, ১৪ অক্টোবর (হি.স.) : মিজোরামে ১১ জন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ান সহ এখন পর্যন্ত নতুন ২৮ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে কোভিড সংক্রমিতের মোট সংখ্যা হয়েছে ২,২২২।
রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতরের প্রকাশিত তথ্যে জানা গেছে, পজিটিভ ১১ জন নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে ৬ জন ভারতীয় সেনা বাহিনী এবং ৫ জন আসাম রাইফেলস-এর জওয়ান। এছাড়া নতুন সাধারণ নাগরিক যাঁদের করোনা পজিটিভ পাওয়া গেছে তাঁদের মধ্যে আইজল জেলার সাত, পাঁচ জন লুংলেই জেলা, মামিত জেলার এক, সাৰ্চিপ জেলার এক, লাওংথলেই জেলার এক, কলাশিবের এক এবং চাম্পাই জেলার একজন।
সরকারি তথ্যে প্রকাশ, মিজোরামে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,০৯৩ জন। এছাড়া সক্ৰিয় ১১৯ জন কোভিড রোগী চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে ৮৯.৮ হাজার জনের। তবে সুখদায়ক খবর, করোনায় আক্রান্ত হয়ে মিজোরামে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেননি।