দশ দফা দাবীতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত ৬ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়ে দেখা করতে সময় চাওয়া হয়েছিল৷ সেই মোতাবেক শনিবার সাড়া পেয়ে মুখ্যমন্ত্রীর সাথে প্রদেশে কংগ্রেসের একটা প্রতিনিধিদল মহাকরণে দেখা করেন৷


মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয় ১০ দফা দাবি৷এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবার মান উন্নতি করা, চিটফান্ডের খপ্পরে পড়ে যারা টাকা খোকয়েছে, তাদের টাকার ফেরানো ব্যবস্থা করা এবং চিটফান্ডের বিষয়টির সিবিআই তদন্ত দেওয়া, এ ডি সি নির্বাচন অতিসত্বর করা, শীর্ষ আদালতের রায় অনুযায়ী ১০,৩২৩ চাকরিতে শিক্ষকদের স্থায়ী সমাধান করা এবং সেকেরকোট, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কমলপুর এবং মোহনপুরে কংগ্রেসের তিনটি অফিস বিজেপি কর্মীরা জবর দখল করেছে৷

এই অফিসগুলি বিজেপি কর্মীদের কাছ থেকে মুক্তি করার দাবি জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন চিটফান্ড এ বিষয়টি সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা হবে৷ হাসপাতালে বেহাল অবস্থাগুলি সম্পর্কে অবহিত হয়েছেন৷ এবং বিশেষ করে এ ডি সি নির্বাচনের বিষয়টি সহমত পোষণ করে মুখ্যমন্ত্রী জানান বিহারের নির্বাচনকে কিভাবে করা হয় সেটা অনুসরণ করে রাজ্য এ ডি সি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


মহাকরণে মুখ্যমন্ত্রী সাথে প্রদেশ কংগ্রেসের বৈঠকের পরে এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ এদিন প্রতিনিধিদলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজেশ দেববর্মা, প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক প্রমূখ৷