বিহারে কংগ্রেস-আরজেডি মহাজোট ঘোষণা করল নিজেদের আসন সমঝোতা

পাটনা, ৩ অক্টোবর (হি. স.): তেজস্বী যাদবের নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে লড়বে মহাজোট। শনিবার কার্যত সাংবাদিক সম্মেলন করে এই মহাজোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়। এই মহাজোটের সবথেকে বড় দু’টি দল হচ্ছে আরজেডি এবং কংগ্রেস।


এদিন  সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিনাশ পান্ডে জানিয়েছেন, আরজেডি নেতা তেজস্বী যাদব এই মহাজোটকে নেতৃত্ব দেবে। তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহার সমৃদ্ধির পথে ফিরে পাবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেজস্বী যাদব, তেজপাল যাদব, মনোজ ঝা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। উপস্থিত সাংবাদিকদের সামনে আসন সমঝোতা ঘোষণা করেন স্বয়ং তেজস্বী যাদব। তিনি জানিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনে লড়বে কংগ্রেস, সি পি আই (মার্ক্সিস্ট-লেনিনিস্ট) ১৯ টি আসন, সি পি আই (এম) এবং সি পি আই ছয়টি করে আসনে প্রার্থী দেবে। বাকি ১৪৪ আসনে লড়বে আরজেডি। যদি এর মধ্যে থেকে কয়েকটি আসন বিকাশশীল ইনসান পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মত দলকে দেওয়া যায় তা দু-তিন দিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।


এদিন তেজস্বী যাদব আরও ঘোষণা করেছেন যে বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দেবে কংগ্রেস। আসন সমঝোতায় একটিও আসন না পেয়ে সাংবাদিক সম্মেলন থেকে ওয়াকআউট করে বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি।তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দলের সঙ্গে অবিচার করা হয়েছে।