পুণে, ১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোররাতে (১.৩০ মিনিট নাগাদ) পুণে জেলার কুরকুম্ভ এমআইডিসি শিল্পাঞ্চল এলাকায়, পুণে-সোলাপুর রোডের ধারে অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরিতে দ্রাবক প্রস্তুত করা হয়। অগ্নিকাণ্ডের সময় ফ্যাক্টরি বন্ধ ছিল। তবে, ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফ্যাক্টরির ভিতরে দ্রাবক পদার্থ ফাটার আওয়াজও শোনা যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোরেই আগুন লাগে মুম্বইয়ের চেম্বুর রেল স্টেশনের কাছে একটি মার্কেটে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডেও হতাহতের কোনও খবর নেই। তবে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা।

