নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ফের ত্রিপুরায় এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন৷ বাপের বাড়ি বেড়াতে গিয়ে ভারতী শীল নামের গৃহবধূ গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ ওই ঘটনায় থানায় কোনও অভিযোগ জমা পড়েনি৷ মৃতার স্বামী সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাদের মধ্যে কোনও অশান্তি ছিল না৷ এমন-কি, মৃতার বাপের বাড়ির সদস্যরাও আত্মহত্যার কারণ খুঁজে পাচ্ছেন না৷ ফলে, গৃহবধূর আত্মহত্যাকে ভীষণ রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷
সোমবার প্রতাপগড় সিলটিলা এলাকায় বাপের বাড়িতে বেড়াতে আসেন ভারতী শীল৷ তাঁর শ্বশুর বাড়ি রানিরবাজার থানা এলাকায় দুর্গানগরে৷ মৃতার স্বামী জানিয়েছেন, সোমবার তাঁর স্ত্রীর ভ্রাতৃবধূ তাঁদের বাড়িতে গিয়েছিলেন৷ তাঁর সাথেই বাপের বাড়িতে যান ভারতী৷ মৃতার ভাই জানিয়েছেন, রাতে সকলে একসাথে আহার করেছি৷ এর পর সকলে ঘুমাতে চলে যাই৷ সকালে উঠে বারান্দায় তাঁর বোনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই৷ তিনি বলেন, মৃতদেহ দেখে থানায় খবর দেয়৷ সাথে তাঁর স্বামী ও শ্বশুর বাড়িতে বিষয়টি জানাই৷ তিনি বলেন, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
মৃতার স্বামী সুকান্ত মজুমদার বলেন, প্রায় ১০ বছর হল তাদের বিয়ে হয়েছে৷ সামাজিক রীতি মেনেই তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ তিনি বলেন, স্ত্রীর সাথে আজ পর্যন্ত কোনও ঝামেলা হয়নি৷ গতকাল বাপের বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল৷ আমি তাতে সম্মতি দিয়েছি৷ এমন-কি, আগামী বৃহস্পতিবার তাঁকে বাড়ি ফিরিয়ে আনার বিষয়েও আমি সম্মতি জানিয়েছি৷ কিন্তু, আত্মহত্যার কোনও কারণ তিনি খুঁজে পাচ্ছেন না৷ পুলিশ ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
সাধুর ত্রিশূলের আঘাতে গুরুতর ভাবে জখম একজন শিক্ষক৷ আশংকাজনক অবস্থায় বর্তমানে তিনি আই এর এস হাসপাতালে চিকিৎসাধীন৷ঘটনাটি ঘটেছে বক্সনগর মানিক্য নগর এলাকায়৷ আহত শিক্ষকের নাম বিশ্বেন্দু শর্মা৷ বাড়ি রাজধানীর ইন্দ্রনগর এলাকায়৷ আহত শিক্ষকের পরিজনদের কাছ থেকে জানা যায়, বিশ্বেন্দু শর্মা মঙ্গলবার সুকলে যাচ্ছিলেন তখন মানিক্য নগর এলাকায় রাস্তার পাশে থাকা এক সাধু গাঁজা সেবন করে ত্রিশূলটি দিয়ে বিশ্বেন্দু শর্মার কানের পাশে আঘাত করে৷ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতে কোনোক্রমে সাধুর হাত থেকে রক্ষা করে বিশ্বেন্দু শর্মাকে এম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠায়৷ এদিকে এলাকাবাসী সাধুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷
এদিকে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন পশ্চিম ধবজনগর এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাধাকিশোরপুর থানার পুলিশ৷ এই বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ জানান উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের পেছনে পশ্চিম ধবজনগর স্থিত স মিল সংলগ্ণ ধনঞ্জয় দেবনাথ এর বাড়িতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পেয়ে রাধাকিশোরপুর থানায় খবর দেয়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত করছে৷ এই বাড়িতে বর্তমানে কেউ থাকে না৷ বাড়িতে নতুন বিল্ডিং এর কন্সট্রাকশন চলছে তাই এই বাড়ি এখন ফাঁকা থাকে বলে এদিন জানান রাধাকিশোরপুর থানার পুলিশ৷

