নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ দলীয় নেতার ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে ডিওয়াইএফআই৷ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷
বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ জানান গতকাল হাপানিয়া পলিটেকনিকেল কলেজের সামনে দলীয় নেতা অরিন্দম বিশ্বাসের ওপর প্রাণঘাতী হামলা চালায় দুর্বৃত্তরা৷উল্লেখ্য অরিন্দম বিশ্বাস ডিওয়াইএফআই গুগলি বিভাগীয় কমিটির সম্পাদক এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য৷পরিকল্পিতভাবে তার উপর প্রাণঘাতী হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷
মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা সংগঠিত করা হচ্ছে৷ বাড়িঘরে হামলা হুজ্জোতি এবং অগ্ণিসংযোগ সহ নানা বর্বরোচিত ঘটনা সংঘটিত হচ্ছে৷এ ধরনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বৃহত্তর প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হওয়ার জন্য বিরোধী দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ডিওয়াইএফআই নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন এভাবে হামলা হুজ্জোতি সংঘটিত করে দলীয় কর্মসূচী বন্ধ করা যাবে না৷
এ বিষয়ে শাসক দলের দুর্বৃত্তদের হুঁশিয়ারি দেয়া হয়েছে৷পুলিশের ভূমিকা গিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডিওয়াইএফআই৷ সংগঠনের অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও শাসকদলের দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না পুলিশ৷ সবকিছু জেনেশুনে ও শাসক দলের দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়া হচ্ছে বলে অভিযোগ৷ এখন এর ঘটনা চলতে থাকলে না যে আইনের শাসন বলতে আর কিছুই থাকবে না বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন৷আইনের শাসন পুনরুদ্ধারের দাবিতে রাজ্যজুড়ে ডিওয়াইএফআই আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷
সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলা এবং বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলা পূর্ব থানায় প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করেছে বাম ছাত্র যুব এবং নারী সংগঠন৷সংগঠনের এক প্রতিনিধি দল পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব নেতৃবৃন্দ জানান গত ২৬ সেপ্ঢেম্বর রাতে আইনজীবী ভাস্কর পেপার ওপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করে দুসৃকতিকারীরা৷
আইনজীবী ভাস্কর দেবো তোমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং প্রাণে মারার চেষ্টা করা হয়৷ আইনজীবীর বাড়ির গেট ভেঙে ফেলা হয়েছে৷ শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল আশ্রিত একাংশের দুর্বৃত্ত বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা অব্যাহত রেখেছে এত রনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার দাবিতে তারা প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপটেশন প্রদান করেছে৷৷অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে৷

