নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : কৃষকদের দুর্ভোগ দূর করার জন্যই নতুন আইন প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বেগুসারাই এর সাংসদ গিরিরাজ সিং। বুধবার গিরিরাজ সিং জানিয়েছেন, কেন্দ্রের সংবেদনশীল সরকার কৃষকদের মনের দুঃখ এবং তা থেকে উৎপন্ন হওয়া উদ্বেগ অনুভব করতে পেরেছে। রাষ্ট্রের সমৃদ্ধি কৃষকদের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। কৃষকদের অধিকার, সম্মান এবং আর্থিক উন্নয়ন নিয়ে ধান্দা করেছে এই সকল বিরোধী দলগুলি। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সার্থক হয়ে উঠবে আগামী দিনে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন দেখা হয়েছে তা সার্থক করে তুলবে কৃষকরা। নিজেদের ক্ষেতে উৎপন্ন হওয়া ফসল ভারতের যেকোনো প্রান্তে বিক্রি করতে পারবে কৃষকরা। ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকার ফলে কৃষকরা নিজেদের ফসলের যোগ্য দাম পেয়ে লাভবান হবে। বড় কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কৃষিতে আধুনিকীকরণও সম্ভবপর হবে। এমনকি কৃষিকার্য সহজতর হয়ে উঠবে। ফসলের বীজ এবং সারের জন্য ৮০০০ টাকা কৃষকদেরকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ করা যেতে পারে কেন্দ্রের নতুন কৃষি আইন এর বিরুদ্ধে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম দিকের একাধিক জেলায় ব্যাপক কৃষি আন্দোলন সংগঠিত হয়েছে। এই সকল আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। রাজনৈতিক মহলের মধ্যে ভোট সামনে থাকার কারণে ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস।