লখনউ, ৩০ সেপ্টেম্বর (হি.স.): হাথরাস ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পরিবারের সম্মতি ছাড়াই ধর্ষিতার মৃতদেহকে দ্রুততার সঙ্গে দাহ করা নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হলেন অখিলেশ। তার মতে, তথ্য-প্রমাণ মুছে ফেলার জন্য এই কাজ করেছে পুলিশ। বুধবার এক টুইট বার্তায় অখিলেশ যাদব লিখেছেন, রাজ্য সরকারের চাপে পড়ে যেভাবে পুলিশ তাড়াহুড়ো করে ধর্ষিতার মৃতদেহটিকে দাহ করেছে তা নীতি বিরুদ্ধ। নির্লজ্জ্বের মত তথ্য প্রমাণ লোপাটের জন্য সক্রিয় ছিল পুলিশ। এমন কাজ করে বিজেপি সরকার পাপ এবং অপরাধ দুটোই করেছে।
ধর্ষিতার পরিবারের দাবি যে, তাদের সম্মতি ছাড়াই পুলিশ তাড়াহুড়ো করে দাহ কার্য সম্পন্ন করেছে। হাথরাসের জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মিনা জানিয়েছেন, গ্রামের শান্তি বজায় রাখতে এবং কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো জন্য পুলিশের তত্ত্বাবধানে দাহকার্য সম্পন্ন হয়েছে। দোষীদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তারা যাতে শাস্তি পায় তা নিশ্চিত করবে পুলিশ।