নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর।। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে গৃহে একান্তবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক-রা। আজ সকালে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। তখনই, তাঁর দেহে করোনা সংক্রমণ মিলেছে। তবে, তাঁর কোন উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন।
৭১ বছর বয়সী উপরাষ্ট্রপতি করোনা আক্রান্ত হলেও, তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কারণ নেই বলে দাবি চিকিৎসকদের। এদিকে, তাঁর স্ত্রী ঊষা নাইডু-র নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন। উপরাষ্ট্রপতি সচিবালয় আজ এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে।