করোনায় ভয়াবহ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর (হি. স.): মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে চলেছে। স্কুল-কলেজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন দফতর সক্রিয়ভাবে খুলে যাওয়ার পর আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে করোনায় দশ লক্ষ নিহতদের মধ্যে দু লক্ষ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের। যদিও ব্রাজিল মেক্সিকো এবং ভারতের অবস্থা ভয়াবহ। প্রায় প্রতিদিনই দেশগুলোতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল অব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭০ লক্ষের বেশি।


মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ডা: অ্যাথনি ফোচি স্পষ্ট জানিয়েছেন যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা দেশ। কয়েকটি জায়গায় করোনা নিয়ন্ত্রণ করা গেলেও। যেসব এলাকায় সবথেকে বেশি ছাড় দেওয়া হয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মাস্ক না পড়া এবং দূরত্ব বৃদ্ধি না মানার জন্য আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ফ্লোরিডার মতন রাজ্যে পানশালা এবং রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। এতে করে আক্রান্ত আরও বৃদ্ধি পাবে। করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ার ফলে হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশটির ও বেশি রাজ্যে প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *