BRAKING NEWS

আরএলএসপি-কে নিয়ে বিহার নির্বাচনে লড়বে বিএসপি, ঘোষণা মায়াবতীর

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি. স.): রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) সঙ্গে জোট করে বিহার বিধানসভা নির্বাচনে লড়বে মায়াবতীর দল বিএসপি। এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে আরএলএসপি সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা।


মঙ্গলবার বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আরএলএসপি সঙ্গে জোর করে নির্বাচন লড়বে বিএসপি। এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন উপেন্দ্র কুশওয়াহা। রাজ্যে ক্ষমতায় এলে শোষিত-বঞ্চিত শ্রেণির জন্য কাজ করে যাবে এই সরকার। দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং উচ্চবর্ণের দরিদ্র পরিবারের জন্য এই জোট লড়াই করবে। সার্বিক উন্নয়নের জন্য বিহারে পরিবর্তন একান্ত প্রয়োজন। বন্যাসহ অন্যান্য সমস্যাও দূর করা হবে ক্ষমতায় এলে। যদিও মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন যে বিহার বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে তিনি যেতে পারবেন না। পাশাপাশি উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোন জোটে না গিয়ে একাই লড়বে বিএসপি বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *