নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি. স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানে নির্বাচন সংগঠিত করতে চলেছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রের এমন উদ্যোগের বিরুদ্ধে নিন্দায় সরব হল ভারত। ভারতের তরফ থেকে এই নির্বাচনের বিরোধিতা করা হয়েছে। ভারতের তরফ থেকে বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে
র মতই ১৯৪৭ সাল থেকে গিলগিট-বাল্টিস্তান হচ্ছে ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান জবরদস্তি করে বেআইনিভাবে এই অঞ্চলকে নিজেদের দখলে রেখেছে। এই অধিকৃত এলাকায় নির্বাচন আয়োজন করার পাকিস্তানের কোন রকমের অধিকার নেই। উল্লেখ করা যেতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিলগিট-বাল্টিস্তানে ১৫ নভেম্বর নির্বাচন সংগঠিত করতে চলেছে পাকিস্তান। এর স্বপক্ষে তীব্র ভাষায় সমালোচনা এবং বিরোধিতা করেছে ভারত। পাকিস্তান বেআইনিভাবে এই এলাকাগুলিতে নিজেদের দখলে রেখেছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের কোনও রকমের মানবাধিকার নেই এবং তাদের অবস্থা চূড়ান্তভাবে বঞ্চিত।
2020-09-29