BRAKING NEWS

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, ঘোষণা অমরেন্দর সিং-এর

চন্ডিগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত নতুন আইনকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অমরেন্দর সিং। শহীদ ভগৎ সিং-এর জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা পঞ্জাবে উৎসবের মেজাজ। এরই মধ্যে খটকর কলাংয়ে কৃষি আইনের বিপক্ষে হওয়া এক ধর্না সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমরেন্দর সিং জানিয়েছেন, কৃষি বিলে সই করে রাষ্ট্রপতি কৃষকদের মৃত্যু পরোয়ানায় সই করেছেন। বিক্ষোভরত কৃষকদের আশ্বস্ত করে অমরেন্দর সিং আরও জানিয়েছেন, বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে কথা বলছে পঞ্জাব সরকার। বিষয়টি নিয়ে দেশের তাবর আইনজীবীদের সঙ্গে কথা বলা হচ্ছে। শীঘ্রই আইনি দিক খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। ছোট কৃষকদের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষি আইন নিয়ে প্রথম থেকেই দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে। দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ বসবাস করে পঞ্জাবে। কিন্তু দেশের মোট ৫০ শতাংশ খাদ্যশস্য পঞ্জাব থেকে সরবরাহ হয়। বিলটি তৈরি করার আগে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে পঞ্জাবের কোন প্রতিনিধিকে রাখা হয়নি। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর জানিয়েছেন, এই লড়াই দীর্ঘ সময় ধরে চলবে। পঞ্জাব কংগ্রেস কৃষকদের জন্য সর্বাত্মক এবং সব দিক দিয়ে লড়াই করে যাবে। এদিনের ধর্নায় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। এই সংগ্রামকে সফল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে তিনি জানিয়েছেন।


উল্লেখ করা যেতে পারে, রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ভারতের শক্তিশালী কৃষকরাই পারে আত্মনির্ভর দেশ গড়ে তুলতে। পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য যে কোনভাবেই বিলোপ করা হবে না তাও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *