নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.): ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বিপ্লবী ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশবাসীর জন্য বহু যুগ ধরে প্রেরণা স্রোত হয়ে থাকবেন ভগৎ সিং বলে জানিয়েছেন তিনি।
ভগৎ সিং এর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, নিজের পরিবর্তনকামী বিচারধারা এবং অদ্বিতীয় ত্যাগের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকে নতুন দিশা দেখিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে জাগ্রত করেছিলেন ভগৎ সিং।বহু যুগ ধরে দেশবাসীর প্রেরণার স্রোত হচ্ছেন ভগৎ সিং।
উল্লেখ করা যেতে পারে ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব রাজ্যের বাঙায় জন্মগ্রহণ করেছিলেন।শৈশব থেকেই দেশ সেবায় নিয়োজিত ছিলেন তিনি।অল্প বয়সের মধ্যেই ব্রিটিশ সাম্রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ভগৎ সিং। তার ব্যক্তিত্ব এবং মেধা। তার পৌরুষ এবং বীরত্ব সেই সময় তৎকালীন কংগ্রেসী নেতাদের মহিমাকেও ম্লান করে দিয়েছিল। বাংলার বিপ্লবীদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। ভগৎ সিং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন। উত্তর ভারতের অনেকে তাকে শহীদে-আজম বলে অভিহিত করেন।

