নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি. স.): কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি যতই বিরোধিতা করুক না কেন।কেন্দ্র যে কৃষকদের স্বার্থটাই সর্বাগ্রে অগ্রাধিকার দিচ্ছে, রবিবারের মান কি বাতে তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আত্মনির্ভর ভারতের শক্তিশালী ভিত্তি স্থাপন করতে হলে কৃষক এবং কৃষি ক্ষেত্রকে শক্তিশালী হতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার রেডিওতে সম্প্রচারিত মান কি বাতের মাসিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি দেশের কৃষি ক্ষেত্র নিজেকে শৃংখল মুক্ত করেছে।প্রবল ঝড়ের মধ্যেও যেসব কৃষকরা মাটিতে দাঁড়িয়ে নিরন্তন কাজ করে যায়। এই করোনা পরিস্থিতির মধ্যেও তারা অসাধারণ উদাহরণ রেখে গিয়েছেন।এমন সংকটজনক পরিস্থিতির মধ্যেও দেশের কৃষি ক্ষেত্র নিজের শক্তি দেখিয়ে চলেছে।আমাদের কৃষক, কৃষি ক্ষেত্র হচ্ছে আত্মনির্ভর ভারতের ভিত্তি।তারা শক্তিশালী হলে আত্মনির্ভর ভারতও শক্তিশালী হবে।সম্প্রতি বহু শৃংখল থেকে নিজেকে মুক্ত করেছে কৃষকেরা। যে মিথ তৈরি হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে।কেন্দ্রের এই পদক্ষেপে কৃষকরা যে খুশি সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বহু কৃষক এবং কৃষি সংগঠনগুলির তরফ থেকে তার কাছে একাধিক চিঠি এসেছে। এমনই একটি চিঠি স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, হরিয়ানার সোনিপথ জেলার কৃষক কানওয়ার চৌহান জানিয়েছেন, এ পি এম সি আইনের বাইরে যখন সবজি এবং ফল কে নিয়ে আনা হলো তখন তার মতন বহু কৃষক উপকৃত হয়েছে।
2020-09-27