পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও সমানভাবে প্রাসঙ্গিক৷ বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর আদর্শ, তাঁর শিক্ষা আজও সবার কাছে অত্যন্ত অনুকরণীয় এবং প্রাসঙ্গিক৷ বিদ্যাসাগর বলেছিলেন, সমাজে যদি সমানভাবে সবার ভালো না হয়, সমানভাবে উন্নতি না হয় তা হলে সেই সমাজ কখনো উন্নত হতে পারে না৷ তাঁর এই কথাগুলি আজকের দিনেও আমরা অনুভব করি, বলেন শিক্ষামন্ত্রী৷


এদিন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাথ বলেন, বিদ্যাসাগর সমাজে নারীদের শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তাদের শিক্ষাদান সহ বিধবা বিবাহ প্রচলনের মতো অনেক সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ধনঞ্জয় গণচৌধুরী, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা ইউকে চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন৷


অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় গণচৌধুরী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ স্বাগত বক্তব্য পেশ করেছেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা৷ অনুষ্ঠানের শুরুতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ৷ অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *