নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কৈলাশহর থানার পুলিশ এক হ্যাকারকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার নাম সানি চৌধুরী৷ বাড়ি গোবিন্দপুর এলাকায়৷
ঘটনার বিবরণে জানা গেছে কালু মিয়া নামে এক ব্যক্তির ব্যাংকের পাসবই চুরি করে স্বাক্ষর জাল করে কৈলাশহর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় এসে অন্যান্য মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চেষ্টা করেছিল সানি চৌধুরী নামে ওই প্রতারক৷ সে যখন পাসবুক জমা দিয়ে ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করছিল তখন ব্যাংকের কর্মীদের সন্দেহ৷
বিষয়টি ব্রাঞ্চ ম্যানেজারের নজরে আনা হলে ব্রাঞ্চ ম্যানেজার কৈলাশহর থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কৈলাশহর শাখায় ছুটে যায়৷ সেখান থেকে প্রতারক সানি চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে কৈলাশহর থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷