নেশা সামগ্রীসহ চার কারবারি গ্রেপ্তার কাঞ্চনপুরে, গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলেন কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম শুক্ল দাসের নেতৃত্বে কাঞ্চনপুর থানার পুলিস৷ শুক্রবার গভীর রাতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কাঞ্চনপুর থানার বিশাল পুলিশবাহিনী জয়শ্রী এলাকায় ওত পেতে বসে৷


গভীর রাতে ধর্মনগর থেকে বিলেতি মদ বোঝাই বুলেরো পিকআপ ভ্যান জয়শ্রী থানা এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে৷ আটক গাড়ি থেকে বিপুল পরিমাণ বিলাতি মদ সহ ৪ নেশা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত নেশা কারবারিরা হল পিনাক নাথ, রূপক নাথ, অসিত নাথ ও অভিজিৎ নাথ৷ তাদের বাড়ি কাঞ্চনপুর মহাকুমার শুকনাছড়া এলাকায়৷ ধৃতদের মধ্যে পিনাক নাথ ও রূপক নাথকে আগেও কয়েকবার পুলিশ মদ সহ আটক করেছে৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে৷