BRAKING NEWS

বাল্য বিবাহ রুখে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ চাইল্ড লাইনের কর্মীরা আজ ১৩ বছরের এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিলেন৷ জানা যায় রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রামনগরের নাবালিকাটির বিয়ের আয়োজন করা হয়েছিল৷


খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে রামনগরে ৪ নং গাংগাইল রুডে ওই বাড়িতে হানা দেয়৷ নাবালিকার বাপের বাড়ি কামাল ঘাটের কলাবাগান এলাকায়৷ চাইল্ড লাইনের কর্মীরা এ খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে৷ চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ছেলের বাড়িতে হানা দেয়৷ উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত উপনীত হয় চাইল্ড লাইনের কর্মকর্তারা৷

সে অনুযায়ী নাবালিকাকে ছেলের বাড়ি থেকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য , নাবালক নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশ অমান্য করেই নাবালক নাবালিকা বিয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে৷ এসব বন্ধ করার জন্য চাইল্ড লাইন সহ সমাজসচেতন মানুষ এগিয়ে আসতে শুরু করেছেন৷ এরই সফলতা মিলতে শুরু করেছে৷ বর্তমানে রাজ্যের নাবালক নাবালিকা বিয়ের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে৷ কোনভাবেই যাতে নাবালক নাবালিকা বিয়ে না হতে পারে সেজন্য সমাজ সচেতন মানুষজন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে চলেছেন বলে জানিয়েছেন চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোমচৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *