নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে ২০১৯ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হয়েছিল তাদের এখনো পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা হয়নি৷ নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত দুইটি সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা৷
২০১৯ সালে যারা ভর্তি হয় তাদের তৃতীয় সেমিস্টারে থাকার কথা৷ কিন্তু এখনো পর্যন্ত কোন পরীক্ষা হয়নি৷ এক বছর অতিক্রান্ত হলেও এই বিষয়ে কোন কিছু জানানো হয়নি৷ করোনা শুরু হওয়ার আগেও পরীক্ষা নেওয়া হয়নি৷ এই অবস্থায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় জানাতে আবেদন করেছিল৷ তাতে মানসিক ভাবে কিছুটা শক্তি পেত ছাত্র ছাত্রীরা৷ শনিবার অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান করা হয়৷
অবিলম্বে কেন পরীক্ষা হলনা এই বিষয়ে স্পষ্টীকরণ দেওয়ার জন্য ওয়েব সাইটে দাবি জানানো হয়৷ পরীক্ষা না প্রমোট করার দাবিও জানান৷ বর্তমানে পরীক্ষা দিতে হলে প্রায় ২০০০ হাজার পরীক্ষা নিতে হবে৷ যা এই কম সময়ের মধ্যে অসম্ভব৷ তাই তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়ার দাবি জানায় অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন৷ স্কলার শিপ প্রদান করা এবং দুই বার ফি নেওয়ার পর তা ফেরত দেওয়ার দাবি জানান অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের ত্রিপুরা ইউনীটের সেক্রেটারী কৌশিক দাস৷