BRAKING NEWS

মেঘালয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে গত চারদিনে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ দুই

শিলং, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের দরুন ভূমিধস এবং জলের তোড়ে ভেসে গিয়ে গত চার দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুজন। নিহতদের মধ্যে একজন মহিলা ক্রিকেটারও রয়েছেন। মেঘালয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী কয়রমেন সাইলো বলেন, রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর পশ্চিম খাসিপাহাড় জেলার মকিরবাট এলাকায় ওহ তিনকিয়াঙে একটি জিপ গাড়িতে করে ছয় যাত্রী যাচ্ছিলেন। পাহাড়ি জলের স্রোতে গাড়ি সমেত তাঁরা ভেসে গেছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। একজন এখনও নিখোঁজ বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন।

এদিকে, পূর্ব খাসিপাহাড় জেলার মাদানরইটিং এলাকায় ভুমিধসে এক নাবালিকার মৃত্যু হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, লয়ার লুম্পারিং ধোবিঘাট এলাকায় ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু জনের দেহ আগেই উদ্ধার হয়েছিল। আজ বাকি তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে সংঘটিত ভূমিধসের ঘটনায় জাতীস্তরের রাজিয়া আহমেদ নামের এক মহিলা ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

পূর্ব খাসিপাহাড়ের পুলিশ সুপার সিলভেস্টার নংটাইঙ্গার জানিয়েছেন, শুক্রবার সকালে ভূমিধসে নিহতদের মৃতদেহ উদ্ধার হয়েছে। মেঘালয় ক্রিকেট সংস্থার সাধারণ সচিব গিডেবন খারকঙ্গার বলেন, রাজিয়া আহমেদ ২০১১-১২ সাল থেকে জাতীয় স্তরের বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ভূমিধসে পুলিশ রিসার্ভের দুই আধিকারিকের মৃত্যু হয়েছে। শুধু তা-ই নয়, ভারী বৃষ্টিপাতে পশ্চিম খাসিপাহাড়ে নংস্টয়েঙে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ বলে প্রশাসনের তরফে জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, বহু এলাকায় বেশ কিছু গাছপালা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মোকাবিলা দল ওই গাছগুলি কেটে ফেলার ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *