শিলং, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ অক্টোবর থেকে মেঘালয়ে সব ধর্মীয় স্থান খুলবে। ধর্মগুরুদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিলং অল ফেইথ ফোরাম (এসএএফএফ)-এর ব্যানারে ধর্মগুরুরা মেঘালয় সরকারের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর (এসওপি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পরই মুখ্যসচিব এমএস রাও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এসওপি মেনে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নির্দেশিত সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানের বিধি মানতেই হবে।
তবে এসওপি মোতাবেক করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় ধর্মীয় উপাসনাগার বন্ধ থাকবে। শুধু করোনা ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে অনুমতি দেওয়া হবে। এছাড়া, গির্জায় বসার আসনের এক তৃতীয়াংশ উপস্থিতির অনুমতি দেওয়া হবে। তা সহ, প্রত্যেক সারিতে একটি করে সারি বাদ রাখতে হবে। আলাদাভাবে কেউ প্রার্থনায় অংশ নিলে অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
এদিকে, মসজিদ, মন্দির এবং গুরুদোয়ারায় প্রত্যেককে ৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। শুধু তা-ই নয়, কোনও প্রতিকৃতি, মূর্তি, পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে দেখায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গির্জায় প্রার্থনা করার সময় মাস্ক পরে থাকতে হবে। প্রসাদ কিংবা পবিত্র জল দেওয়ার অনুমতি থাকবে না।