প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবী রাখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী৷


জানা গিয়েছে, বাণিজ্য মন্ত্রকের অধীন রপ্তানি প্রকল্পের সাব্রুমে জলেফায় সেজ তথা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেইসাথে সাব্রুমে লজিস্ট্রিক হাব তৈরির করার জন্য উদ্যোগ নিয়ে এবং এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক থেকে অর্থ মঞ্জুরের দাবি করেন৷ তাছাড়া, রাবার এবং চা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু বিষয়ে আর্থিক বরাদ্দের আর্জি জানা তিনি৷

পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে ২০২০-২১ এর অধীন ২২০০ কোটি দেওয়ার কথাও বলেন৷ তাছাড়া, রাজ্যে বিভিন্ন চালু প্রকল্পে যা একহাজার কোটি টাকার তার বকেয়া ৬৫০ কোটি টাকা প্রদান করার দাবি জানিয়েছেন৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দাবি গুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড-১৯ নিয়ে রাজ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে এদিন অবগত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *