BRAKING NEWS

কৃষি বিলের বিপক্ষে বিরোধীদের ওয়াকআউট অব্যাহত সংসদে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সংসদের উভয় কক্ষের যথাক্রমে রাজ্যসভা এবং লোকসভা থেকে বিরোধী দলগুলির ওয়াকআউট করার ধারা বুধবারও অব্যাহত রইল। বুধবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্রই বিরোধী দলের সাংসদরা ওয়াকআউট করতে শুরু করে দেয়। রাজ্যসভার কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের ঘরে বসে পরবর্তী রণকৌশল ঠিক করতে আলোচনায় বসেন বিরোধী দলের নেতারা। বিরোধী দলের সাংসদরা লোকসভার থেকে ওয়াকআউট করার ইচ্ছা প্রকাশ করেছে। এরপর সাংসদরা মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে গান্ধী মূর্তি পাদদেশে থেকে আম্বেদকর মূর্তির পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল করেন বিরোধী দলের সাংসদেরা। সেই মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এবং আটজন রাজ্যসভার সাংসদকে বহিস্কার করার বিরুদ্ধে সরব হয়ে বিগত তিনদিন ধরে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে বিরোধী দলগুলির সাংসদেরা। এদিন সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্রই ওয়াকআউট করেন সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করার পর গুলাম নবি আজাদের ঘরে বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদেরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বিরোধীদের একটি প্রতিনিধি দল আজ, অর্থাৎ বুধবার বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে  বিল প্রত্যাহারের দাবি জানাবেন। রাষ্ট্রপতি যাতে এই বিলে কোনভাবেই সই না করেন সেই দাবিও করা হবে। বিরোধীদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *