নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, কয়েক দশক ধরে প্রতিবেশী দেশের সঙ্গে কংগ্রেস যে সুসম্পর্ক তৈরি করেছিল, সেই সম্পর্ক নষ্ট করেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কও দুর্বল হয়েছে বলে তাঁর মত। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, কয়েক দশক ধরে কংগ্রেস দ্বারা তৈরি সম্পর্কের জালকে ধ্বংস করছেন মিস্টার মোদী। প্রতিবেশী বন্ধু ছাড়া বিশ্বাস করা বিপজ্জনক।
ভারত-বাংলাদেশের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে, একটি মিডিয়া রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চিনের সঙ্গে শক্তিশালী হচ্ছে।’ ওই মিডিয়া রিপোর্ট বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে প্রধানমন্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।