BRAKING NEWS

পাঁচ দফা দাবীতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচী সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ ৫ দফা দাবিতে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংঘটিত করেছে সিপিআইএম সদর বিভাগীয় কমিটি৷মঙ্গলবার সিটি সেন্টারের সামনে আয়োজিত আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী ,প্রাক্তন মন্ত্রী মানিক দে,সিপিআইএম নেতা বিজন ধর প্রমূখ৷


পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সিপিআইএমের বর্ষিয়ান নেতা বিজন ধর৷দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গরিব মানুষের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷গ্রামীণ এলাকায় রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ এবং শহর এলাকায় টুইয়েপ প্রকল্পে ২০০ দিনের কাজের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে৷ এসব প্রকল্পে ন্যূনতম মজুরি ৩০০ টাকা করার দাবি জানানো হয়েছে৷দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করতে গিয়ে বর্ষিয়ান সিপিআইএম নেতা বিজন ধর বলেন, মানুষকে বাঁচাতে হলে ,অর্থনীতিকে শক্তিশালী করতে হলে ,বাজারে চাহিদা বাড়াতে হলে যেসব পরিবার ট্যাক্স দেয় না সেইসব পরিবারপিছু মাসে সাড়ে সাত হাজার টাকা করে প্রদান করতে হবে৷


বেকারদের ভাতা প্রদান করতে হবে৷ প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে মাসে কেজি করে চাল বিনামূল্যে প্রদান করতে হবে৷প্রাকৃতিক দুযর্োগ উপেক্ষা করেই আজ ৫ দফা দাবির সমর্থনে আগরতলা সিটি সেন্টারের সামনে সিপিআইএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷প্রতিবাদ বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃবৃন্দ আগামী দিনেও এইসব দাবির পরিপ্রেক্ষিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *